জ্ঞান ও বেহেশত
জ্ঞানহীন মানুষ বেহেশতে যেতে পারেনা।
জ্ঞানকে আলো হিসেবে বুজানো হয়েছে।
জ্ঞান জ্বলে ওঠে বিদ্যুৎচমকের মতই।
জ্ঞান ই আমাদের পথ দেখায়।
জ্ঞানের আলো সপ্ত আসমান ভেদ করে।
জ্ঞানী মানুষ
খুদার সেই সন্ধান পায়,
খুদার অবস্থান,
লৌহ মাহফুজে নিয়ে যায়।
এক বৃহৎ আত্মার প্রতিনিধি হল মানবাত্মা,
জ্ঞান,
মানুষ কে শিক্ষা দেয়,
মানবের কলব -এর
উপর চমকায়।