বন্ধু
কথা বলি মেয়ের সাথে
কথা বলি ছেলের সাথে
কথা বলি মা ‘র সাথে
বউের কথা শুুনি
থাকি দুধে ভাতে।
নাস্তার টেবিলে সবাই
আড্ডায় কিছুক্ষন
হাসাহাসি আর আনন্দ আয়োজন।
তবু ভরে না মন
চায় অন্য কিছু
এমন আড্ডা এমন কোলাহল
নিবেনা যেখানে বেদনা পিছু।
কথা বলার নেই সীমারেখা
হৃদয়ের নিংড়ে মনের কথা
যা খুশি তাই বলতে পারি
খুলতে পারি রসের হাড়ি
পুরনো বন্ধুর মিলনে-তাই
রসের হাড়ি তে হাত ঢুকাই।