Skip to content
বউ নাই পাশে
কখনো ভালো
কখনো মন্দ
শরীরে হাঁসফাঁস
জানিনা কি দ্বন্দ্ব।
বিপি আবার বাড়ে
তাই শুয়ে থাকেি
মাথা ব্যথার জন্য
নাপা দেয় শস্তি।
বউ নাই কাছে
উদাস মনটা
শুধু অপেক্ষা
কাটেনা দিন টা।
অলস সময়
আমায় করেছে বন্দি
বউয়ের সাথে চাই
একটা সন্ধি।