প্রিয় পন্ডিত স্যার
তোমার মমতামাখা কথা
এখনো বুকে বাজে
ভুলি নাই ভুলি নাই,
আছো আমাদের মাঝে।
তোমার ধীর হাঁটাচলায় আমরা ছিলাম মুগ্ধ
বিশাল দেহের বিশাল হৃদয়
আমরা ছিলাম বাকরুদ্ধ।
তোমাতে পেয়েছি পথের দিশা
তুমি মানুষ গড়ার কারিগর
জীবন সায়াহ্নে এসে বুঝি
তুমি ছিলে রূপকথার বাজিকর।
ভুলি নাই ভুলি নাই স্যার
কত কথা মনে পড়ে
তোমার মৃদু হাসিতে
আদরের মুক্তা ঝরে।
তুমি আমায় বলেছিলে,
গোলাম! যেওনা ইস্কুল ছেড়ে,
রাখিতে পারি নাই তোমার কথা
অনুতাপে মন মোর জ্বলে।
অপার ব্যক্তিত ত উদ্ভাসিত তুমি
পেয়েছিলে অনেক মান
তোমার ভালোবাসায় সিক্ত আমরা
কাঁদে আমাদের প্রাণ।