সঙ্গি
বেহেশতের বাগানে আদম শুনে তিতির পাখির
গান,
আপেল ডালিম কমলা চারিদিকে আনন্দের কলতান।
তবু নিঃসঙ্গতায় আদমের বিষাদ ভরা প্রাণ
হৃদয় -মন নিরবের কাঁদে
মনেতে কাহারও ধ্যান!
খেদা আদমকে দিলেন হাওয়া
বেহেশতী পাখিরা আনন্দে কলতান
সঙ্গী পেয়ে আদমের জুড়ালো মন প্রাণ!
সঙ্গী ছাড়া মানব
ব্যাথায় কাতর, বিষন্ন সারাক্ষণ
কর্ম আর অর্থের মাঝে জুড়াতে চায় প্রাণ।
গড়ব করিয়া জীবন পথে চলে,
সে যে চিরকুমার!
জীর্ণশীর্ণ হৃদয় খানি
পস্তায়,
সঙ্গী বিনা,
শুধু হাহাকার।