অস্তিত্ব
মহাসমুদ্রের বিপুল জলরাশি
জলকেলিতে মত্ত
নদী ছুটে আসে মহাসমুদ্রে
মিলনে একাকার,
নদীর অস্তিত্ব বিলীন
সমুদ্রের জলে হাহাকার।
এক ফোটা জল
নিজেই কি থাকবে অনাদিকাল!
নাকি অস্তিত্ব হারাবে
সমুদ্রের জলে,
স্বকীয়তা হারিয়ে
হবে বিলীন।
মানুষ নিজের ছোট্ট অস্তিত্ব
বেঁচে থাকবে অনন্তকাল!
অথবা
খোদার মহা অস্তিত্বের কাছে
হারিয়ে যাবে
তার নিজস্বতা,
হবে বিলীন!