মহাপ্রলয়
হিমবাহ ছুটে আসছে
দক্ষিণ মেরু,
উত্তর মেরু থেকে
পৃথিবীতে মহাপ্রলয়ের
ঘন ঘন্টা।
শতাব্দী ধরেই পরিবেশের প্রতি অনাচার
আকাশে গ্রিনহাউস গ্যাসের নিরলস নিঃসরণ।
বৈশ্বিক উষ্ণতায়
বিশ্বজোড়ে,
সাইক্লোন টাইফুন হেরিকেনের তাণ্ডব।
মেরুর বরফ গলছে গলছে,
সমুদ্রের উচ্চতা নতুন মাত্রা,
বিশাল বিশাল ঢেউ,
ভীষণ উচ্চতায়
ডুব্বে মালদ্বীপ
আংশিক বাংলাদেশ । বিপর্যয় বিশ্বের আনাচে-কানাচে
বিশাল বাধ দিয়ে নেদারল্যান্ড
রক্ষায় ব্যস্ত সমুদ্রকুল।
প্লাবন পর প্লাবন
কতিপয় দেশে,
যা বিরল গত
দুই শত বছরের ইতিহাসে।
উষ্ণতায় মানুষের জীবন বিপর্যস্ত
হিম ঠান্ডা, বরফ বৃষ্টিতে
মাঝে মাঝে স্তব্ধ সভ্যতা।
উন্নত দেশগুলোর অবহেলা
যান্ত্রিক সভ্যতার ভ্রুকুটি
গ্রীনহাউজ নিঃসরণে
ক্রমেই বিষাক্ত পরিবেশ,
মহাসংকটে এই বিশ্ব।
মহাপ্রলয় সন্নিকটে
কেয়ামত ঘন্টা শুনি
মানব সভ্যতায় সংকটের
পদধ্বনি।
সুন্দর ,