বেদনার সুর
সন্ধ্যার আকাশটা সিধুর লালচে
সূর্য ডোবার সময়,
মনেতে জাগে কিসের যাতনা
কোন এক অজানা মাতন।
পশ্চিমের লাল আকাশে
আযানের করুন সুর
তন মন মূর্ছনায় ভরপুর
হৃদয়ে বেদনার সুর।
ঢাকা কলেজের হোস্টেলে র
পিছনে,
এক বিশাল শূন্যতা,
পিলখানার ছাওনি ঘেরা হলুদ শস্য ক্ষেতের বন্যতা।
মনে পড়ে সেই সুমধুর করুন সুর
আমি হতাম বিমোহিত,
নিরব সন্ধ্যায়,
আজান
ভেসে যেত অনেক দূর।
বুয়েটের মাঠে সন্ধ্যার আঁধারে
একে একে জ্বলছিল বাতি
আযান শুনে তনময় মন
সুরে যেন বেদনার হাসি।
প্রতিদিন সন্ধ্যায় ধানমন্ডি লেকে
সুন্দর পরিবেশে মৃদুলয়ে হাটি
আজান ধ্বনি শুনে,
দ্রুত লয়ে,
মসজিদ পানে ছুটি।