মাঝে মাঝে জীবনটা থমকে দাঁড়ায়।
নিঃসঙ্গ কোন দ্বীপের সাথে ধাক্কা খেয়ে,
ঢেউ আবার পিছনের দিকে ফিরে চলে।
তেমনি জীবনটা মাঝে মাঝে থমকে যায়
তখন পিছনের স্মৃতিগুলো অজানা ব্যথায় বেজে ওঠে।
হারিয়ে যাওয়া দিনগুলো স্মৃতি
মনকে ভারাক্রান্ত করে,
সেই দিন তো আর ফিরে আসবেনা।
ভবিষ্যতের ভাবনা ভেবে,
ভবিষ্যতের স্বপ্ন দেখে জীবনের গতিবেগ বেড়ে যায়। জীবন চলতে থাকে
লক্ষ্যের দিকে এগোতে তাকে। বর্তমান কাল বলে কি কিছুই নেই?
প্রতি মুহূর্তে বর্তমানটা অতীত হয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ আমাদের দিকে ধেয়ে আসছে।
আমরা যে বেঁচে আছি
সেটা কি বর্তমানটাকে নিয়ে ?
না অতীতকে নিয়ে ?
না ভবিষ্যতের ভাবনা ভেবে ?
এটা জীবনের জটিলতম অংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *