জীবন লিপি
ছোটাছুটি হুটোপুটি
ছুটছে যেন ধামাল ঘোড়া
হাঁকাহাঁকি দৌড়াদৌড়ি
বাল্যকালের সোনার গাড়ি।
বান্ধবীর একান্ত ভুবনে
দু চোখের ভিতর সমুদ্র খোঁজে
মায়াবী টোল পড়া হাসি,
বেজে উঠে কৈশুরের বাঁশি।
সুন্দরী নারীর পিপাসায়
মতিভ্রম পুরুষ ছুটে
মরুভূমিতে মরুদ্দ্যানে,
আকণ্ঠ সুধাপানে
যৌবনের বিধিলিপি।
অখন্ড সময়ের দুর্বিপাকে
নিঃসঙ্গতায় বন্দি,
চারিদিকে শুন্যেরে খেলা
সন্তানের সাহচর্যের অমৃত সুধার,
অপেক্ষায় বৃদ্ধকালের শেষবেলা।
রচনাকাল: 12 July 00:45