ভালবাসাও বাস্তবতা
প্রেমিক প্রেমিকা সব সময় , প্রতিটি মুহূর্ত, পরস্পরের ভালোবাসার মধ্যে সন্তরণ রত।
ভালোবাসার ব্যাপারে একটি বক্তব্য নিম্নরূপ ঃ
the whole world disappears when we are together.
মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এইরূপ যে স্বাভাবিক ভাবেই সে ভালোবাসা পেতে চায় এবং ভালোবাসা দিতে চায়।
আমরা আমাদের ভালোবাসার মানুষটির জন্য গভীর আবেগ অনুভব করি এবং তাঁর সান্নিধ্যেের মুহূর্তে সমস্ত পৃথিবীকে তুচ্ছ মনে করি।
while we can feel this way about another human Being,
★5 times a day we enter in a meeting (in Mosque) with our
Lord and Creator. ★
I wonder,how often we ever feel,
the whole world disappears while in His (Allah)presence.?
আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বড়,
না,
ভালোবাসার ব্যক্তিটির প্রতি?
—-সেই প্রশ্নটা এখন আমাদের সম্মুখে উপস্থিত।
প্রেমিক বা প্রেমিকার সান্নিধ্যের সময়, তাদের অনুভূতিতে,
সমস্ত পৃথিবী তুচ্ছ,
কিছুক্ষণের জন্য!
মসজিদে গেলে আল্লাহর সান্নিধ্যের সময়ে,
আমাদের মধ্যে কি এমন অনুভূতি হচ্ছে?
না!!
এই অনুভূতি অনুপস্থিত।
—সংগ্রহ ও সম্পাদনা।