নিঃসঙ্গ ঈদ
বউ গিয়েছে বাড়ি
আমার সাথে আড়ি,
চাঁদ আসে না কাছে,
গলি দিয়ে চলে যায়।
ঈদের নিস্তব্ধ ভোরে,
একাকীত্ব নিয়ে,
বিষন্ন মনে
ছুটি মসজিদ পানে।
নাস্তায় নাই সেমাই টিকিয়া
গরম পরোটা লুচি,
ঈদের দিনে,
ডিম ভাজা খাই
ভাগ্যের কাষ্ঠহাসি।
বউ নাই বউ নাই
কাটেনা দিন টা,
বিছানার এ পাশটা ফাঁকা,
ঘুমদেবীর নাই দেখা।
জীবন -নৌকা দুজনের তরে,
দুজনেরই ইতিকথা
একাকিত্বের বিষন্নতায়,
কালো মেঘের ছায়া,
নৌকা কেবল দুলে
হেলে হেলে চলে
জীবনটা দুজনের তরে,
দুজনের হাসি কান্না
পথ চলা একই সাথে,
হাতে হাত রেখে,
জ্যোৎস্নার চাদোয়ায়,
তাই চাঁদ হাসে।