দুনিয়া বনাম জান্নাত
দুনিয়া দুনিয়া করি
মন দিয়ে লেখাপড়া,
ইঞ্জিনিয়ার ডাক্তার হই
টাকাপয়সা গাড়ি-বাড়ি।
অথবা বাণিজ্য করি
টাকার পাহাড়,
বাগবাগিচা সুইমিং পুলের মূর্ছনায়,
তাজমহল গড়ি।
দোজগের আগুনের ভয়ে
কাপে কলিজাটা,
আল্লাহর ভয় অহর্নিশ
এড়িয়ে চলি হারাম টা।
জান্নাতে গিয়ে থাকবো মহাসুখে
ব্যাথা বেদনা নেই সেথা,
ডালিম কমলা লেবু আর আঙ্গুরের থোকা।
বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার
বড় ব্যবসায়ী,
সবাই মৃত্যুকে করে আলিঙ্গন
তখন মূল্যহীন হয়ে যায়,
পদবী আর টাকার পাহাড়ের থলি।
আমরণ জান্নাতে সুখের অঙ্গীকার,
তবু মনে প্রশ্ন জাগে ,
হে খোদা,
তারপর কি খোদা
তারপর?
জানি,
খাঁটি তোমার অঙ্গীকার!
রচনাকাল ঃ০৮-০৭-২০২২