জীবনের ইতিকথা
জীবন সায়ান্নে
কত কথা মনে জাগে
কত গল্প , কত স্মৃতি
হৃদয়ের নিভৃতে
নিরবে কাঁদে।
শৈশবের ঝাপসা স্মৃতি
মনেতে দেয় দোলা,
সাদাকালো ছবিতে,
অফুরন্ত আনন্দের মেলা।
জীবন এগিয়ে চলে
কইশর এর রঙ্গিন খেলা,
চোখে চোখে প্রেম,
শিহরণে কাটেছিল
বেলার পর বেলা।
যৌবনে নারীকে দেখি
অপরূপ সৃষ্টির অনাসৃষ্টি!
মরুভূমিতে মরুদ্দ্যান খুঁজি,
ভাসে জীবনের ভেলা।
ছেলেমেয়ে ডানা মেলে
উড়ে গেছে বহুদূরে
জীবন সায়ান্নে,
শূন্যের পরে শূন্য,
শূন্যের খেলা।
জীবনটা মহাকাব্য
সমান্তরাল রেলগাড়ি,
হাসি আনন্দ সুখ-দুঃখ
টক-ঝাল-মিষ্টির,
বিমোহিত সৃষ্টি।
**রচনাকাল.
০৮.০৭.২০২২