রসূলুল্লাহ (সাঃ)শাসন
কোরআন নাজিল হয়ে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। নবীর রূপে আবির্ভূত হয়ে পৃথিবীবাসীকে তাদের বিশ্বজোড়া বিভ্রান্তি, পর্বত তুল্য ভ্রান্তির অপনোদন করেছেন ।
সমস্ত মানবীয় গুণের অধিকারী নবী করীম শয়ং রাজ্য পরিচালনা করে,নবুয়তও রেসালাতের গুরু দায়িত্ব পালনের সাথে সাথে পার্থিব রাজ্য পরিচালনার প্রকৃষ্ট নমুনা এবং বিশ্ববাসীর সম্মুখে উস্থাপিত করেছেন এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে রাজ্যের শাসক কেমন হতে হয়!!
তার দায়িত্ব ওএক্তিয়ারের গণ্ডি কি?
বাস্তব ক্ষেত্রে প্রথম পৃথিবীর ইতিহাসে শয়তানের সেই ভোজবাজি টির অবসান ঘটল যে শাসক হওয়ার জন্য অবশ্যই পরবর্তী শাসকের উত্তরাধিকারী বা সন্তান হতে হবে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুএবংহযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ,
নির্বাচিত যোগ্যতার ভিত্তিতে হয়,
তারপর ওসমান গনির নির্বাচন ও
বংশগত কারণে হয়নি।
তাই বলা যায,রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম তার ২৩বছর কাল বিশ্ববাসীর পথ প্রদর্শনের জন্য নিশোজিত করেছেন।
খেলাফত কালব্যাপী ২৩ বছর বিশ্বের সর্বোত্তম আদর্শ স্বরূপ।