কেবলা পরিবর্তনের রহস্য
সমগ্র আরব বাসি জাহিলিয়াতের যুগে বাইতুল হারাম কাবা শরীফ কে শ্রদ্ধার চোখে দেখত এবং তাদেরকে তাদের জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে গণ্য করতো।
তারপর ইসলাম যখন সবার অন্তরগুলোকে আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্য আহ্বান জানালোএবং অন্যান্য সবকিছুর সাথে সম্পর্ক ছেদ করার উপদেশ দিলো, এবং
চাইলো,
মানুষ একনিষ্ঠভাবে এবং সরাসরিভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুক এবং আল্লাহ্ ব্যতীত যাবতীয় মত-পথের ধ্বনি পরিত্যাগ করে,আল্লাহ দাসত্ব বরণ করুক।
★তখন বায়তুল মোকাদ্দেস কে সাময়িক ভাবে কেবলা,
গ্রহন করার জন্য ব্যবস্থা দিল,
★ যাতে করে তারা মনেপ্রাণে জাহেলিয়াতের শেষ চিহ্নটুকুও ঝেড়ে ফেলতে পারে এবং জাহেলিয়াতের সাথে সাথে সম্পর্কিত সকল জিনিস থেকে মুক্ত হয়ে একান্তভাবে রাসূল সাল্লাহু সাল্লাম এর উম্মত এ পরিণত হয়।
এমতাবস্থায় মুসলমানগন যখন পুরোপুরি আত্মসমর্পণ করলো এবং রাসুলের অনুসারী হয়ে যখন তারা সেই কেবলার অনুসরণ করল যার অনুসরণ রসুল সাঃ নিজে করেছিলেন (বাইতুল মুকাদ্দাস)
আর তখনই আল্লাহতায়ালা মসজিদে হারাম কে পুনরায় কেবলা হিসেবে গ্রহণ করার ফরমান জারি করলেন।