সংবাদ বাহক,পয়গম্বর, রসুল, প্রেরিত রসূল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর ক্ষেত্রেই নবী বা রাসূল শব্দটি ব্যবহার করা হয়।
কোরআনে অনেক জায়গায় নবী ও রসূল শব্দ দুটি পৃথক অর্থে ব্যবহার করা হয়েছে।
আবার কোরানেই ওই দুটি শব্দের অভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে।
নবী, পয়গম্বর এবং আল্লাহর বার্তাবাহক।
আবার আল্লাহর বাণী প্রাপ্ত হয়ে যিনি তা মানুষের মধ্যে প্রচারের দায়িত্ব পালন, তিনিই রসুল।
কিন্তু যাদের কাছে আল্লাহর বাণী সংবিলিত কিতাব অবতীর্ণ হয়েছে, তাদের নবী বলা হয়।

নবীর সংখ্যা কত? বিভিন্ন সূত্রে নবীর বিভিন্ন সংখ্যা জানা যায়।একটি হাদিসে,
সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার।তবে কোরআনে যে নবীদের কথা উল্লেখিত হয়েছে,
তারা হলেন :
আদাম, ইদ্রিস, নুহ, হুদ,সালিহ,ইব্রাহিম, লুত,ইসমাইল,ইসহাক,
আইয়ুব, দাউদ, সোলেমান,
ইলিয়াস আল-ইয়াশা,জুলফিকুল, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা,
হযরত মুহাম্মদ সাঃ।
কুরআন মতে নবী-রসূল আরো আছেন কিন্তু কোরআনে তাদের সবার নাম উল্লেখ করা হয়নি।

আমি অনেক রসূল পাঠিয়েছি যাদের কথা তোমাকে বলেছি। আর অনেক রাসুল যাদের কথা তোমাকে বলিনি।

নবীদের মধ্যে নোহ,ইব্রাহিম, মুসা ইশা, মোহাম্মদ কে ইসলাম প্রধান বলে মানা হয়।
কোরআন অনুযায়ী আদম প্রথম নবী এবং মুহাম্মদ শেষ নবী।

মোহাম্মদ তোমাদের মত কোন পুরুষের পিতা নয় বরং সে আল্লাহর রসূল এবং শেষ নবী।
সূরা আহযাব 33ঃ40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *