উদ্ধাকাশ
রাতের নিরব নিস্তব্ধতায়
নিজেকে খুঁজে ফিরি
আমি কে
প্রশ্ন করি!
রাতে নিরব নির্জনতায়
মনের গহীনে তোড়পাড়
কোন গন্তব্যে গমন!
ঠিকানা হারা পাখির মত
নিড় খুঁজে ফিরি।
রাতে নিরব নির্জনতা
মনটা আবেগে আপ্লুত
স্মৃতির ভেলায় কত সুর
কত বেসুরা কলি,
তবুও জীবনের আবর্তে
হয়েছি রঙ্গে রঙ্গিন।
রাতে নিরব নির্জনতা
মনে দার্শনিকতা জাগে
মহাসৃষ্টির ব্যবচ্ছেদ
উলকা গতিতে ছোটা
ব্লাকহোলে অন্তর্ধান।
রাতের নীরবে নির্জনে
শূন্য দৃষ্টিতে
তাকাই আকাশ পানে
বেহেশতের বাগানের কলতান
তিতির পাখির গান
হরীদের ফিসফিস কথাকলি
আমি শুনতে পাই!
রচনাকাল ঃঃ
ভোর ছয়টা 30 অক্টোবর