জলপরী
আমার প্রাণের জলপরী
শ্রান্ত হয়ে হারিয়ে গেছে
অথৈ সাগর জলে।
সাগর পাড়ে ঝিনুক খুঁজেছি,
ঝিনুকের মধ্যে যদি থাকে মুক্তা
হন্যে হয়ে খুঁজছি সাগর ভেলায়, জলপরীর গলার শোভা,
একটি গোলাপী মুক্তা।
জলপরীর ভালোবাসা আকন্ঠ করেছি পান,
মোদির কন্ঠে গেয়েছি
ভালোবাসার গান।
হঠাৎ সব হারিয়ে গেল
জলপরী ডুবসাতারে,
আধার জলেতে লুকায়।
ভালোবাসা হারিয়ে কাঙ্গাল
আমি
সাগরজলে জলপরী খুঁজি।
আমার হাহাকারে আকাশ কাদে
পাতাল থেকে কম্পন ওঠে
আকাশ ভাঙ্গিয়া বৃষ্টির বন্যা
জলের স্রোতে থৈ থৈ
এবার বুঝি জলপরী
ডানা ঝাপটে ধরায় আসে।