১৬ টি বছর পর
১৬টি বছর পর
তুমি ফিরে এলে
কতকাল তোমায় দেখি না
কত যুগ তোমায় দেখি না।
১৬ টি বছর পরে আসবে
বলেছিলে হাতটি ধরে,
কিন্তু তুমি তো এলেনা।
তাই অপেক্ষায় কেটে গেছে বেলার পর বেলা
সূর্য অস্তমিত হয়
আমার ভোরের সূর্য উঁকি দেয়
বছর গড়িয়ে যায়
১৬ টি বছর কেটে গেছে
তুমি তো এলেনা।
নষ্ট ঘড়িটার কাঁটা থেমে আছে একই ঘরে এসে কতকাল,
আমার জীবনটাও তেমনি থেমে আছে
কতকাল কত যুগ
সেই হিসাব তো রাখি নাই,
১৬টি বছর তুমি এলেনা।
মরুভূমির তপ্ত বালিতে
তোমায় খুঁজেছি
বৃথা ছোটাছুটি,
ধূধু প্রান্তর
শুধুই মরীচিকা।
১৬টি বছর তোমায় দেখিনা।