অশনি সংকেত ও বসন্ত
অপ্রত্যাশিত কিছু
যদি ঘটে যায় জীবনে,
অশনি সংকেত
বিপর্যয়ের ঘন ঘন্টা।
অজানা থেকে আসে হুমকি-ধমকি
কালো রঙ্গে রঙ্গিত করার
কুৎসিত প্রচেষ্টা।
ভয নাই হে মরুচারী
জীবনটা সাদা কাগজ
নাই বক্ররেখা
সততার অহংকার তোমার,
কর্মকাণ্ডে নাই কালো রেখা।
সোজা সাপ্টা চলমান জীবন
ফুলে ফুলে সাজানো বাগান
পাখিদের কলরব করতান
জীবনে প্রশান্তি প্রবাহমান।
আচমকা ঝামেলা ঝঞ্ঝাট
আচমকা অশান্তির হাওয়া
চিরদিন কাহারো সমান
নাহি যায়,
মহা বিপদেও ধৈর্যই সম্বল
ঐশী সাহায্যের মেহেরবানী।
ভোরের সূর্য উঁকি দেয়
নরম আলোর স্নিগ্ধ হাওয়া দোয়ারে দাঁড়ায়ে সাদা পায়রা,
আসে আবার বসন্ত।