সমুদ্রে যেমন ঢেউয়ের পর ঢেউ আসতে থাকে

অনেক সময় সমুদ্র শান্ত থাকে,

অনেক সময় ঝড়ের তান্ডবে তছনছ হয়ে যায় আশেপাশের সব কিছু,

মানুষের জীবনকালটা ওইভাবেই অতিবাহিত হয়। সে গরিবই হোক আর বড়লোক হোক আর রাজা বাদশাহী হোক

রাজারা প্রাসাদ ষড়যন্ত্রে নিহত হন অথবা শত্রু দেশের আক্রমণে সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকেন। কখনো যুদ্ধে জিতেন কখনো বা

পরাজিত হয়।

একটা রাষ্ট্রের চিন্তাও তার কোষাগারকে ঠিক রাখা মানে, বৈদেশিক রিজার্ভ ঠিক রাখা,

বেশি বেশি রপ্তানি বাণিজ্য করা,

কম কম আমদানি করা,

সব সময় জিডিপির দিকে একটা সতর্ক দৃষ্টি থাকে,

তার মানে একটা রাষ্ট্রের হত্যা কর্তা বা প্রধান সেই ভালো-মন্দ ,

সমস্ত কিছুর দায়ভার নিয়েই সংখ্যা আতঙ্ক,

কখনো কখনো ভালো কিছু পাওয়ার উৎসব,

এসব নিয়েই জীবন কাটাতে হয়।

এখন দেখছি একটা দেশ বা একটা রাষ্ট্রকেও সব সময় কন্টক বিছানো পথে, হাঁটতে হয়, ফুল দিয়ে সাজানো পথ খুবই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *