স্বর্ণ যুগের মুসলমান
স্বর্ণযুগের মানুষেরা পেয়ারা নবীর সান্নিধ্যে সর্বোৎকৃষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানবীয় গুণাবলীতে,
খাঁটি সোনার মত চকচকেও উজ্জ্বল ছিল।
বেহেশত দোযখ না দেখেও ওইগুলোর প্রতি শতভাগ একিন ছিল,তাই
তারা মজবুত ইমানের অধিকারী ছিলেন।
ঈমানের জোরে তাদের অনেক অভাবনীয় কর্মকাণ্ড আমরা শুনে থাকি, কিন্তু দুর্বল হাদীসের কারণে অতিরঞ্জিত বলে,
তা বাস্তব জীবনে প্রয়োগের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে।
তাদের কর্মকান্ডের উপর যে সমস্ত দুর্বল হাদীস প্রচারিত হয়,
সেগুলো কল্প কাহিনীর মত,
গল্প হিসেবেই সাধারণ মানুষ গ্রহণ করে কারন ঐগুলো মানুষ্যশক্তির বাহিরে।
তাই নবীজির কাছের লোকদের,
সাহাবা-তাবেয়ীনদের চমকপ্রদ ঘটনাগুলোকে মানুষ নিজের জীবনে প্রয়োগ করার চিন্তাও করে না |