পলাশীর আক্রমনে
ইংরেজ বেনিয়ার সাথে সিরাজউদ্দৌলার লড়াই
দুই শতাব্দীর কিছু আগের উপখ্যান।
বিশ্বাসঘাতকের ধূম্রজালে
স্বাধীনতার সূর্য অস্তমিত
আম্রকাননে অকুতোভয়
কতিপয় যোদ্ধার আত্মদান
জ্বলছিল যখন ইংরেজের
কামান।
তখন বাংলার গ্রামে গ্রামে
চলছিল পিঠা উৎসব
বাঙালি বুঝতে পারেনি
স্বাধীনতা হচ্ছিল হরণ।
সাতচল্লিশে আসলো স্বাধীনতা স্বাধীন পূর্ব পাকিস্তান
সত্তরের নির্বাচন
ইয়াহিয়া ভুট্টো রক্তচক্ষু
আবার স্বাধীনতা হরণ।
নয় মাসের মুক্তিযুদ্ধ
এক সাগর রক্তের বলিদান
সংগ্রামী জনতার বজ্রকণ্ঠ
স্বাধীকার আন্দোলনের
প্রতিদান।
আবার সীমান্তে হায়নারা পাল
নির্বিচারে মানুষ মারে,
চলে মর্টার,
সতের কোটি বাঙালি
জীবন বাজি রাখি
লাল-সবুজের ঝান্ডা
উচু করে ধরি
চাইনা আরেকটা পলাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *