ভালো প্রতিবেশী
ঘনিষ্ঠ বন্ধুটি আমার
ঠিকানা পাশের বাড়ি
যখন যা চাই তাই তো পাই
আপ্যায়নের কমতি নাই।
অসময়ে নামে পানি ঢল
চল চল চলরে চল,
বন্যায় যদিও ডুবে যাই
তবুও কোন নালিশ নাই।
পদ্মায় তিস্তায় পানি নাই
বলেছে সবই হবে ভাই
হেসে হেসে মুখ কেলাই,
ভালো প্রতিবেশীর
খেতাব পাই।
সারেগামাপাধানি
মর্টার মারে বার্মিজ আর্মি
আমরা,
ভালো প্রতিবেশী
তাই করিনা কিছুই মানা,
যদি দেয় হানা
চলে যাব ঘানা।
ভালো প্রতিবেশী এই খেতাব মাথায়
তা ধিন ধিন নাচি,
বিলাতি ছেলে মস্ত অফিসার,
কত না মজায় থাকি।