আল্লাহর ইচ্ছাও সন্তোষ, আল্লাহ ইচ্ছা ও অসন্তোষ ০২ পর্ব

0

এই কারণেই বৃহত্তর কল্যাণের খাতিরে নিজের বাধ্যগত, অবাধ্যতা, ইব্রাহিমী নীতি,নমরুদী নিতি, মুসার আদর্শ, ফেরাউনের অনাচার, মানুষ্য ধর্ম ও শয়তানি কাজকর্ম ;
উভয় প্রকারের নীতি ও আদর্শ বা কুআদর্শকে
নিজেদের পক্ষে কাজ করার জন্য,
আল্লাহতালা,
সুযোগ দান করিয়া থাকেন এবং তিনি নিজের আয়ত্তাধীন সৃষ্টও জিনও মানুষকে, ভালো-মন্দ,
উভয়ের মাঝে একটিকে বাছাই করিয়া নেয়ার আজাদী দান করিয়াছেন।
যাহার ইচ্ছা,
বিশ্ব কর্মক্ষেত্র নিজের জন্য কল্যাণময় কাজ পছন্দ করিয়া লইবে,
যাহার ইচ্ছা,
অকল্যাণও অন্যায়ের পথ গ্রহণ করিবে।
দুই পথের কর্মীরা আল্লাহর কল্যাণ বিধানের অনুমতি সাপেক্ষে বৈষয়িক কার্যকারণ ও দ্রব্যসামগ্রীর সাহায্যও সহযোগিতা, লাভ করিয়া থাকে।

কিন্তু আল্লাহর সন্তোষ ও তাহার মনোনয়ন কেবলমাত্র কল্যাণময় কাজের কর্মীরাই লাভ করিয়া থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *