প্রেম না জ্ঞান?
ভালোবাসার কথা,নারীর রূপের বর্ণনা,
নারীর চোখে সমুদ্র দেখে,
চুল তার কবেকার বিদিশার, নারীর টোল পড়া গাল
ইত্যাদি,
বলে কাব্যময়,
যদি না করা হতো;
পৃথিবীর সমস্ত কবিতায় সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হতো।
প্রিয়ার গালের একটি তিলের জন্যে, দিয়ে দিতে পারি সামারকান্দ,
বোখারা —এক
প্রেমিক রাজার ভাষ্য।
আবার প্রেমিক পুরুষ
প্রেমের জন্য রাজ্য ছেড়ে দিয়েছে,
সিংহাসন ছেড়ে দিয়েছে।
তবুও প্রশ্ন জাগে মানুষের বা পুরুষের সর্বোত্তম আকাঙ্ক্ষা বা
পাওয়া কি প্রেম?
দার্শনিকরা বলেন,
প্রেমের উপরে রয়েছে জ্ঞানার্জনের মোহ!
জ্ঞানের জন্য যুগে যুগে,
মানুষ সর্বোত্তম আত্মত্যাগ করেছে!!
??