আল্লাহ হীন নীতি দর্শন
দ্বিতীয় পর্ব
সক্রেটিসের পূর্বে তিনজন দার্শনিককে নীতিশাস্ত্র শিক্ষার উল্লেখ পাওয়া যায়,যা কোনমতেই উপেক্ষা করার মতো নয় ।
সে তিনজন দার্শনিক হচ্ছেন ঃ
পিথাগোরাস
হীরা ক্রিটাস
ডেমোক্রিটাস।
সক্রেটিস পূর্ব দার্শনিকগণ সাধারন অতি প্রকৃতি (মেটাফিজিক্যাল,)
বিষয়াদীতে নিমগ্ন ছিলেন।
পিথাগোরাসের আসল লক্ষ্য সেই দিকে নিবদ্ধ ছিল। তিনি বিশ্ব লোকের অংশগুলির মধ্যে সাদৃশ্য ও ভারসাম্য থাকার কথা যেমন বিশ্বাস করতেন তেমনি নৈতিকতায় ভারসাম্য সৃষ্টির জন্য পরিসংখ্যান এর সাহায্য নিতেন।
তিনি বলেন মর্যাদা ও সুস্বাস্থ্যে হচ্ছে ভারসাম্য এবং বন্ধুত্বতা ভারসাম্যমূলক সাম্য। একটি বা কয়েকটি সংখ্যা মিলিত হয়ে এই ভারসাম্য সৃষ্টি হয়।
হেরাক্লিটাস এর সময়কাল খ্রিস্টপূর্ব 470 শেষ হয়েছে।
তার চিন্তা ধারায় যে নৈতিকতা পর্যায়ে তথ্য রয়েছে তা পরবর্তীকালে দার্শনিকগণ খুব কাজে লাগিয়েছেন যেমন তিনি সবসময় মানুষের মধ্যে সমানভাবে বর্তমান বিবেক-বুদ্ধির নির্দেশিত পথে অবিচল থাকার উপদেশ দিয়েছেন।
এইভাবে বলেছেন,
মানুষ তার প্রকৃতি ও সমজবুঝ অনুযায়ী কাজ করবে, এটাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় রয়েছে।
একদিকে তার এই কথা অপরদিকে তার ধারণা,দুনিয়ায় যা কিছু আছে তা ন্যায়ভিত্তিক ।
ডেমোক্রিটাস এর সময়কাল খ্রিস্টপূর্ব 370 সালে শেষ হয়েছে।
সম্ভবত তিনিই সর্বপ্রথম দার্শনিক তিনি বলেছেন ,
স্বাদ ওআনন্দলাভ মানুষের জন্য সবচেয়ে বড় ও আসল কল্যাণ লাভ।