ভালবাসার সমাধি
আবেগ ভরা দুটি
হৃদয়ের মিলনে
ভালোবাসার আলিঙ্গন
হৃদয় মনে শিহরণ
তিতির পাখির কলতান।
ভালোবাসা সম্মানের চাদরে
নিজেকে মোড়াতে চায়,
ভালোবাসার চকিত চাহনি
সম্মানের ঝলকানি
ভালোবাসা তখন
জমকালো ফুলদানি।
কুকথার বজ্রধ্বনি তে
ভালোবাসা থমকায়,
দাম্পত্যের চেঁচামেচি চিৎকার,
ভালোবাসার সৎকার।
ভালোবাসা সারা জীবনের অঙ্গীকার,
সুন্দর আচরণে প্রেমেের কলতান,
নাই বক্র কথা , বক্র হাসি,
জীবন রসে টইটুম্বুর।
লাইলি মজনুর ভালোবাসা
বিচ্ছেদে হয়েছে খাঁটি,
লাইলি বাধেনি ঘর
মজনু ও হয় নাই পর।