স্বপ্ন
ছোটবেলায়
আমার ইচ্ছা ছিল না,
কোনো স্বপ্ন ছিল না,
ছিল শুধু,
ভালোভাবে বেঁচে থাকার আকুলতা।
স্কুলে রচনা লিখি
আমার জীবনের লক্ষ্য কি?
কল্পনার ফানুস দিয়ে
আকাশে উড়ে বেড়াই,
স্বপ্নের বাহিরে স্বপ্ন
সেই কথাই লিখি।
ইঞ্জিনিয়ার ডাক্তার ছিল
প্রথম স্বপ্নের সফলতা,
স্বপ্নের তো কেবল শুরু
হতে হবে বড় কিছু
প্রতিনিয়তই
স্বপ্নে বিভোর
সোনার পাহাড়ের পিছু।
শুরু হয়ে গেল প্রতিযোগিতা
একের চেয়ে
অন্যের এগিয়ে থাকার,
কুকুর দৌড়,।
চৌদ্দশ বছর আগে সুরা তাকাসুরে
ঐশী কথা ,
এগিয়ে যেতে যেতে হঠাৎ
কবরই আমার
ঠিকানা।