সুরা বাকারার 143 নং আয়াতে উন্মুতে ওয়াসাত সম্বন্ধে বলা হয়েছে,

thus have you we made of you an Ummat justly balanced . that ye might be witnesses over the Nations and the Messenger a witness over yourselves.

হাশরের ময়দানে আল্লাহ যখন সমস্ত মানবজাতির হিসাব নিবেন তখন আল্লাহর প্রতিনিধি হিসেবে রাসূল সাল্লাহু সাল্লাম, উম্মতে ওয়াসাত বা মধ্যমপন্থী পক্ষে সাক্ষ্য দেবেন যে,

★আমি আল্লাহর বাণীর সম্পূর্ণটাই কিছু কম-বেশি না করে, তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং বাস্তবে সে অনুসারে কাজ করে দেখিয়েছি।

★এরপর রাসুলের প্রতিনিধি উম্মতে ওসায়াত ,

আল্লাহ সম্মুখে দাঁড়াবে সাধারণ মানুষের পক্ষে সাক্ষ্য দিবে যে,রসূলুল্লাহ যা-কিছু পৌঁছে দিয়েছেন,

তারাও সাধ্যমত মানুষের কাছে তা পৌঁছে দিয়েছেন ও কাজ করে দেখিয়ে দিয়েছেন কোনো রকম অবজ্ঞা -অবহেলা ছাড়াই।

উম্মতে ওয়াসাত বা মধ্যমপন্থী (balanced) দলের অর্থ , একটি আদর্শ ও মর্যাদাবান দল যারা ন্যায় পরায়নতা সুবিচার মধ্যমপন্থার অনুসারী, আচরণে বাড়াবাড়ি নেই এবং কারো সাথে অন্যায় অবিচার করে না ,। সবার সাথে সত্য-ন্যায়ের ভিত্তিতে সম্বন্ধে রাখে।

সাক্ষ্য দু রকমের হয়ে থাকে। একটি হচ্ছে মৌখিক সাক্ষ্য আরেকটি হচ্ছে বাস্তব সাক্ষ্য।

মৌখিক সাক্ষ্য ঃ

মৌখিক সাক্ষ্য বলতে বুঝায় নবীর মাধ্যমে আমাদের কাছে যে সত্য এসে পৌঁছেছে বক্তৃতাও লেখনীর মাধ্যমে তা,দুনিয়ার সামনে তাকে তুলে ধরা।

মানুষকে বুঝাবারও তাদের মর্মে প্রবেশ করানোর,

সকল পন্থা অবলম্বন করে যে দাওয়াত, প্রচার প্রপাগান্ডার,

সম্ভাব্য সকল উপায় উপকরণ ব্যবহার করেও,

আধুনিক জ্ঞান-বিজ্ঞানের উদ্ভাসিত সমস্ত মালমশলা কে আয়ত্তে এনে,

আল্লাহর পথে দুনিয়ার মানুষের পরিচয় করিয়ে দেয়া।

বাস্তব সাক্ষ্য ঃ

বাস্তব সাক্ষ্যদানের অর্থ হচ্ছে এই যে আমরা যেসব নিয়ম-নীতিকে সত্য বলে প্রচার করি,

আমাদের বাস্তব জীবনেও সে গুলোকে প্রতিফলিত করতে হবে।

দুনিয়ার মানুষ ওই নীতিগুলোর সত্যতা সম্পর্কে কেবল মৌখিক চর্চা শুনতে না পায় বরং তারা যেন স্বচক্ষে আমাদের জীবনে ঐ সবের সৌন্দর্য ও কল্যাণকারিতা প্রত্যক্ষ করতে পারে। ইমানের কল্যাণে মানুষ নৈতিক চরিত্র ওআচার-ব্যবহারের মাধ্যমে তার রস আস্বাদন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *