সূরা কাহাফ এর অংশ
হযরত ঈসা আলাই সাল্লাম এর ২৫০বছর আগে সম্রাট দিসিয়াসের যুগ।
তিনি সম্ভবত মূর্তিপূজারী ছিলেন।
ঈসায়ীদের তিন দিনের আলটিমেটাম দিয়ে বললেন;
মূর্তিপূজা না করলে তাদের মরতে হবে।
সাতজন তুর্কি আদেশ মানতে চান নি।
তারা বললো,
দুনিয়া ও আখেরাতের বাদশা,
আমাদের সৃষ্টিকর্তা,
আল্লাহ ছাড়া অন্য কেউ নয়।
রাজার রোষানল থেকে বাঁচার জন্য দ্বারা আশ্রয় নিল
* পর্বতের গুহায়।*
সাথে একটি কুকুর।
ক্লান্ত দেহ মনে,
তারা গভীর ঘুমে তলিয়ে যায়।
তাদের ঘুম ভাঙলো ৩০৯ বছর পর,
সম্রাট দ্বিতীয় থিওভোসিয়াসের
সময়।
একজন বাজারে গেল খাবার কেনার জন্য।
দেখা গেল তাদের সাথে প্রাপ্ত মুদ্রাটি অচল।
বহুবছর আগে এটা প্রচলিত ছিল।
*****
গোহাটি পাশে এখন একটা মসজিদ নির্মিত হলেও গুহাটি রয়েছে আগের মতই।
সাত জনের, শোবার জন্য তৈরি হয়েছে মাটির বিছানা। কুকুর যেখানে বসে ছিল,
তাও চিহ্নিত।
একাংশ তাদের হারগোড় রাখা আছে, এখনো অক্ষত।
(জর্ডানের আম্মান)