করনার অভিশাপ
বিষাদ সিন্ধুর কথা
সীমারের বল্মমে হোসেনের মাথা
ধারিত্রি হায় হায়
কারবালার মহাবিয়োগ গাঁথা।
তেমনি ভাবে করনায়
জীবন হলো বিষাদময়
নাই আনন্দ নাই কোলাহল
হৃদয়-মন ভয়ে কাঁপে,
থর থর।
এক নতুন বিয়োগাথা
মানুষ ঘরে বন্দী
মহাপ্রস্থানের ভয়ে
জীবিকার সাথে সন্ধি।
পৃথিবীতে নতুন বাণিজ্য
ভ্যাকসিন ভ্যাকসিন,
হাজার কোটির খেলা
গরিবকে নিদারুন অবহেলা।
ঈশান কোণে তে কালোমেঘ
মহা দুর্যোগের ঘনঘটা,
করনা- ভেরিয়েন্টের ভয়ে
কাঁপে কলিজাটা।
সেজদায় লুটিয়ে পড়ি
খোদা আমাদের আশ্রয়,
মাক্স পড়ে দূরে দূরে থাকি
নাই অবহেলা, নাই প্রশ্রয়।