রমজান
খতমে তারাবী পড়ি দলে দলে
সুললিত তেলোয়াতের নেশায়
জান্নাতি বাতাসের সুর কানে কানে
আপ্লুত হই খোদার প্রেমে,
ঐশ্বরিক আবেশ হৃদয় মনে।
পরকালের ভয় অন্তরে আর উপবাস,
কোরআন পড়ি বারবার
অন্তর্ তাই হাসে।
কঠিন ইবাদতের মাঝে
কেটে যায় রমজান,
রকমারি ইফতার নিয়ে বসি
অপেক্ষায়, কখন আজান।
রমজানের শিক্ষা ফুটবে কর্মে
মানবের চরিত্র খাঁটি,
বাকি মাসগুলো থাকবে তাকওয়ায়
হৃদয়ে মনে আল্লাহ ভীতি।