রাসূলুল্লাহ( সাঃ) স্বভাব -চরিত্র

0

সহীহ বুখারীতে উল্লেখ আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলে,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম,

কখনো নিজেকে জাগতিক কর্মকাণ্ডে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেন নি।

বরং যেভাবে অন্যরা নিজগৃহে নিজ নিজ কাজ করে থাকে তিনি তেমনটাই করতেন।

দুধ দোহন করতেন।

নিজেই নিজের পাদুকা সেলাই করতেন।

মদিনাতে যখন মসজিদে নববী নির্মিত হচ্ছিল , তিনি একজন শ্রমিক এর মত কাজ করেছে, ইট তুলে তুলে বয়ে আনতেন, আহযাবের যুদ্ধে,

তিনি খন্দক খনন কাজের মধ্যে সামিল ছিলেন ।

তিনি সাধারণ যবের রুটি খেয়েছেন।

কখনো একাধারে দু-তিন পেট ভরে খেতে পেতেন না।

কোনো কোনো সময় মাসকে মাস পর্যন্ত তার ঘরের অন্য উনুনে আগুন জ্বলত না’।

শুধু খেজুর ও পানি দ্বারা তিনি ও তাঁর পরিবার-পরিজন জীবন নির্বাহ করতেন অধিকাংশ সময়।

নবীজির বিছানা চামড়ার ছিল।

তার মধ্যে খেজুরের বাকল ভরা ছিল।

ওফাতের পূর্বে তিনি বলেছেন,

আমার ওয়ারীসরা আমার ত্যাজ্য সম্পত্তির মধ্যে অর্থকড়ীর প্রভৃতির নগদ কিছু পাবে না,

তার সম্পত্তির মধ্যে ছিল তার হাতিয়ার, একটি খচ্চর ও একটি বর্ম। ওইসব জিনিসগুলোও দান-খয়রাতের নির্দেশ দেন।

হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন,

আমি একাধারে ১০ বছর নবীজির খেদমত করেছি,

কখনো কটু কথা বলেন নাই।

কখনো বিরক্তি প্রকাশ করেন নাই । বলেন নাই,

এটা কেন হল না!

তিনি শিশুদের কোলে বসাতেন ও তাদের সাথে খেলা করতেন। রোগীদের পরিচর্যা করার জন্য প্রত্যন্ত পল্লীতে চলে যেতেন।

কারো সাথে সাক্ষাৎ হলে প্রথমে তিনি সালাম দিতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *