হে খোদা দেইখা যাও
সে খোদা দেইখা যাও
আমরা কেমন আছি
আমরা ঢাকা বাসি
মরতে মরতে বাঁচি,
হে খোদা দেখে যাও
আমরা কেমন আছি।
যানজটে নাকাল আমরা
চোখে সর্ষে ফুল
কুল নাই কিনারা নাই
জন্মটাই ভুল।
রিক্সা চলে টেক্সি চলে
আজব ঢাকা শহর
সারি সারি অট্টালিকা
একপাশে বস্তি ঘর।
হে খোদা দেইখা যাও
আমরা কেমন আছি
মাস যায় বছর যায়
খেলে কানামাছি।
লোডশেডিং এর তাণ্ডবে
আমজনতা ঘামে
ক্ষণে ক্ষণে গ্যাস নাই
সিলিন্ডার কিনে দামে।
ছাদে ছাদে খেলার মাঠ
কখনো ঘুড়ি উড়ে,
মাঠ দখলের মহোৎসব
ডেভলাপাররা ঘুরে।
হে খোদা দেইখা যাও
আমরা কেমন আছি
ফিরিয়ে নাও এই সভ্যতা
নিঃশ্বাস ফেলে বাঁচি।