পাঁচটি বছর
তোমায় নিয়ে জীবন ভেলায় চড়ে কাটিয়ে দিলাম পাঁচটি বছর,
অহর্নিশ তোমার সহচার্য পেয়ে
প্রতিমুহূর্তে আনন্দের কলতান,
শত শত আনন্দের আয়োজন।
মনে পড়ে সেই প্রথম দেখা,
তোমার প্রথম কথা
আপনাকে ভালো লেগেছে আমার,
আমি অপলক দৃষ্টিতে তোমাকে দেখলাম,
আমি তোমায় ভালোবেসে ফেললাম।
তারপর কাটিয়ে দিলাম
পাঁচটি বছর তোমার সাথে
তোমার সুধায় কানায় কানায় পরিপূর্ণ আমি,
তোমার চপল হাসিতে
বারবার আনন্দ সাগরে
নিজেকে হারিয়েছি আমি।
কাটিয়ে দিলাম পাঁচটি বছর তোমার সাথে।
সোনালী দিনগুলো
স্মৃতির মনিকোঠায় বাধা পড়ে আছে,
প্রথম দেখার ভালোবাসা
হয়নি কখনো এতটুকু ম্লান,
বুক ভরা নিঃশ্বাস
নিয়েছি বারবার।
কাটিয়ে দিলাম পাঁচটি বছর।