প্রেমে পড়ে গেলাম
প্রেমে পড়ে গেলাম
হোটেলের লবীতে তোমায় দেখি
প্রথম চোখাচোখি
হৃদয় দুলে উঠলো
তোমার প্রেমে পড়ে গেলাম।
লবীতে উঁকিঝুকি মুচকি হাসি
ডাগর চোখের চকিত চাহনি,
আমার তন- মন -হৃদয় গুনগুনায় ভালোবাসি ভালবাসি ।
তোমার প্রথম কথা কলি
ছন্দে ছন্দে গালে টোল
অপরূপা ভঙ্গির মূর্চনা
কথামালার ঝুড়ি।
কফি খেতে খেতে বললে,
প্রথম দেখাতে আমারও
তোমায় লেগেছে ভালো,
তুমি আমার প্রথম আলো।
টেলিফোনের ঝংকার
হূটুপুটি ছুটে যাই
শুনি ভালোবাসার কথা
মনেতে জাগে প্রেমের বন্যা,
স্বপ্নের রাজকন্যা।
তোমার চোখের গভীরে
আমি হারিয়ে গেলাম,
ভালোবাসার সমুদ্রে সন্তরণ
আমি প্রেমে পড়ে গেলাম।