ঠিকানা
জোসনা ঘেরা পূর্ণিমার চাঁদ
নরম আলোর ঝলকানি,
প্রাণভরে ভরে দেখি তোমায়
চাঁদ কে দেখি না,
আমার প্রিয়া
চাঁদের চেয়েও সুন্দর ।
তোমায় নিয়ে ভেহে যাব,
প্রেম সাগরে, ভেলায় চড়ে।
অপরূপা তোমাকে দেখে
ধরিত্রী বিমোহিত,
তারারা মুচকি হাসে
ছল ছল নদীর জল
ভোরের পাখির কলরব,
গাছপালা তরুলতা
সবখানে শুনতে পাই,
তোমার রুপের কলতান।
তোমার চোখে সমুদ্র দেখি
ভেসে ভেসে চলে যাব
অজানা সীমানায়,
দূর দূরান্তে,
সাত সাগরের পড়ে
একটি নির্জন দ্বীপ
দুজনের ঠিকানা।
৫ নভেম্বর সকাল 9 টা