দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কি? এর পুরস্কার কি?
সত্য কাহিনী না,
কল্পকথা তা জানি না,
শুনেছি শিরি ফরহাদের,
ফরহাদ পাহাড় কেটে ফেলেছিল শিরি কে পাওয়ার জন্য, নিশ্চয়ই এটা অনেক কঠিন কাজ ছিল।
রাইট ব্রাদার্স পাহাড় থেকে গ্লাইডার এর মাধ্যমে জীবনের আশংকা নিয়ে উড়েছিল,
সেটাই ছিল মানুষের প্রথম শূন্যে বা আকাশে ওড়া।
ওরা ওইভাবেই বিমান আবিষ্কারের সূত্র আবিষ্কার করেছিল,
এটাও নিশ্চয় একটা কঠিন কাজ ছিল।
কাঠুরিয়া সকালে জঙ্গলে প্রবেশ করে,
সারাদিন কাঠ কাটে। জীবিকার জন্য হয়তো এটা একটা কঠিন কাজ।
আবার অ্যাডভেঞ্চারাস মানুষ পর্বত শৃঙ্গে আরোহন করে। এভারেস্টের চূড়ায় ও উঠে যায়। একটাও অত্যন্ত কঠিন কাজ ।
তারপরও সবকিছু তুলাদণ্ডে বিচার করার পর,
দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কোনটি?
★সবচেয়ে কঠিন কাজ হচ্ছে,
আযান শোনার সাথে সাথে মসজিদে গমন এবং নামাজ পড়া★
কারণ মুমিন মুসলমানের অন্তর সবসময় মসজিদে ঝুলন্ত থাকে।
অর্থাৎ আযান শুনে সে মসজিদে গমন করে এবং নামাজ পড়ে।
দিনের পর দিন,
মাসের পর মাস,
বছরের পর বছর।
আমৃত্যু।
এই কাজের পুরস্কার কি?
হাশরের ময়দানের দিনটি পৃথিবীর দিনের ৫০ হাজার বছরের সমান হবে।
প্রচণ্ড গরমে ও
সূর্যতাপে,সকল মানব সম্প্রদায় অস্থির হয়ে,
ইয়া নাফসি ইয়া নাফসি ,
বলতে থাকবে।
সূর্য মাথার উপর চলে আসবে।
মানুষ হয়তো অস্থির হয়ে কোন গাছের তলার ছায়ায় যেতে চাইবে অথবা পুকুরে নেমে গলা পর্যন্ত ডুবিয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করবে অথবা সমুদ্রতীরে ছুটে গিয়ে শীতল হাওয়া নেওয়ার চেষ্টা করবে।
পৃথিবীতে ওইসব ব্যবস্থা থাকলেও,
হাশরের ময়দানে ঐরকম কোন ব্যবস্থাই নাই।