অচেনা
আমরা কোথায় আছি
কেউ জানিনা,
দুঃস্বপ্ন ভরা জীবন
নিঃসঙ্গতার হাতছানি
চারিপাশে আধারের ঝলকানি।
আত্মীয় আত্মীয় কে
চিনেনা,
পাশাপাশি ফ্ল্যাটে থাকি,
নাই মেলামেশা
কাউকে চিনি না,
কেমন আছেন, ভালো আছি
এটাতেই সান্তনা।
বন্ধু বন্ধুকে চেনে না
সকলি গরল ভেল,
কিছু মিত্র নিয়ে পথ চলা,
জীবন শায়েন্নের নতুন খেলা।
রাস্তায় দুর্ঘটনায় মানুষের আহাজারি,
মানুষটির পাশে কেউ নেই
মোবাইলে ভিডিও করি।
শতাব্দী অভিশাপে অভিশপ্ত
এই অচেনা সমাজ
ভাই হয়েছে বন্ধু যখন,
বন্ধু খুঁজি কোথায়!