সীমান্ত হত্যা
বার বছরের ফালানির দেহ
কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত
বিএসএফের গুলিতে ঝাঁঝরা,
সীমান্ত বৈঠক তখনও চলন্ত।
ওরা মানুষ মারে না,
ওরা গরু ব্যবসায়ী,
গরু ব্যবসায়ী কি মানুষ নয়,
মানুষের সঙ্গায় কি কথা কয়!
আমরাও বলি হুক্কা হুয়া
তারা বলে,
কেয়া হুয়া,
ভালো মানুষ মারিনা,
চোর ছ্যাচ্চর অসভ্য তারা।
যুগ যুগ ধরে শক্তির দাপট
অসহায় গরিবের
মূল্যহীন জীবন
বিনা উস্কানিতে গুলিবর্ষণ,
কাঁটাতারের বেড়ায়
লাশের দাফন।