সুর ও বেসুরা সুর
আমি কথা বলি
আমি আড্ডা মারি,
সময়ের সাথে চলি,
মনের সাথে কথা বলি,
কিন্তু সব সময় একটাই নিয়ম ও শর্ত,
সুরটা তেমনি হতে হবে,
যে সুরে আমি অভ্যস্ত।
বেসুরা সুর আমি শুনতে চাইনা।
হয়তো আমার চেনা সুর টা হারিয়ে যেতে পারে!!
আমি বকুল ফুলের মালা গাথি
জুঁই ফুলের মালা গাথি।
বেলি ফুলের মালা গাথি,
কিন্তু সুতা যেকোনো রঙের হলে হবে না।
সুতা সবুজ রঙের হতেই হবে।
প্রশ্ন জাগে না?
বেসুরা গান, বেসুরা সুর কেন?
কি মন্ত্রণা সেখানে?
মন্ত্রণা না
কুমন্ত্রণা,?
জানতে হলে বেসুরা সুরও শুনতে হবে। সুরেলা গান ও।
শুধু সবুজ নয় সব রংকেই পছন্দ করতে হবে। কোন রঙের কি ইঙ্গিত কে জানে?
যদি আমি রেজিমেন্টেড লাইফ
শক্তভাবে আঁকড়ে ধরি,
তবে আমি আশেপাশের উড়ন্ত জিলিপির প্যাচ গুলো /কুমন্ত্রণা ধরতে পারবো না।
তাই তাদের কুটিলতা,
কুকৌশলের ফাঁদে,
পাড়া দিবো সহজেই।
আমি তাদের সুর চিনি না।
কারণ তাদের সুর শুনিনা।
তারা আমার সুর চিনে,
তা নিয়ে গবেষণাও করে।
আমার কর্ম পদ্ধতি ও কৌশল তারা জেনে ফেলেছে।
কিন্তু আমি তাদের জানতে পারিনি।
যেকোনো সুর, বেসুরা হউক বা সুরেলা হউক,
তাকে শুনতে হবে তারপর বুঝতে হবে,
কি মন্ত্রণা, বা
কুমন্ত্রণা এর ভিতর?
শত্রুর কপটতা, কুমন্ত্রণা, কুটকৌশল,
সব জানার যোগ্যতা অর্জন করতে হবে।
সেই জন্য যা করণীয় তা করতেই হবে।
শত্রুকে চিনতে পারলে বড় বড় ভুল হবেনা।
তারপরই যুদ্ধে বিজয়!