পুরানো বন্ধু
সাগরতীরে ঝিনুক খুঁজি
ঝিনুকের মাঝে মুক্তা খুঁজি,
গোলাপী মুক্তা যদি পেয়ে যাই,
আকাশের একটি নক্ষত্র,
যদি একটি বন্ধু পেয়ে যাই।
পুরনো বন্ধুদের আড্ডায়,
মনের জালানা খুলে কথা বলি
যা বলতে পারিনা,তাও বলি।
অদম্য সহচার্যের পিপাসায়
পুরনো স্মৃতির ভিড়ে
বন্ধুর মাঝে নিজেকে খুঁজি,
মনের গোপন কুঠুরি খুলে যায়,
সকল বন্ধুদের কলতানে আনন্দের আয়োজনে
রসের হাড়িতে
একসাথে, হাত ঢুকাই।
রচনাকাল ঃ
রাতে ১১টা
১৫-০৭-২০২২
কবিতাটি সাব্বিরকে উৎসর্গ করলাম।