মানুষ ও মুসলমান
যদি হতে চাও মুসলমান,
একটা সোনার মানুষ হও,
অমানুষের সাধ্য নাই
সাত আসমানে বিচরণ।
মানুষের প্রতি ভালোবাসা
হৃদয়ে সদা সন্তরণ,
সেই খাঁটি মুসলমান
জগতে আনে সম্মান।
ঘৃণা বিদ্বেষ কভু নয় হাতিয়ার,
নিও না হৃদয়ে সেই কালি,
মন্দকে করে নাও আপন,
হৃদয় -বিণায় বাজাও
মানবতার ঝংকার,
আর ভালোবাসার বুলি।
আস -সাজদাহ’র ঐশী বাণী,
মন্দ এখন বন্ধু জানি,
ধৈর্যই অহংকার তোমার,
দোয়ারে, সাফল্যের মহাধ্বণি।
রচনাকাল দুপুর ২ টা
১৯-০৭-২০২২