শীতের দেশে দাবদাহ
দাবানলের হাতছানি
সবার সমুদ্রতীরে গমন,
কে করবে?
এই অসহ্য তাপমাত্রার দমন।
জ্বলছে যুক্তরাজ্য,
প্যারিসেও দুর্যোগের ঘনঘটা,
স্পেনে দাবানলের ঘন্টা,
চারিদিকে গরমের উৎসব,
অগ্নি তাণ্ডবের মহড়া।
৮৩সনের কিয়াটো সম্মেলনকে
করেছ অবজ্ঞা আর অপমান,
চল্লিশটি বছর কেটেছে হেলায় হেলায়,
এখন এসেছে সেই মহাক্ষণ সামনে আশঙ্কা বুঝি,
দুর্যোগের মহাপ্রলয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *