দুই টাকার বাদাম
মাস্তান মারুফ
দলবল নিয়ে সোহেলকে মারধর করছিল। একপর্যায়ে ছুরি বের করল। ওই সময় রাস্তা দিয়ে বোরকা পরিহিতা সুন্দরী নীলা যাচ্ছিল।
মারুফ প্রচন্ড রাগে ধমক দিয়ে ছুরি চালাতে যাচ্ছিল —
এ দৃশ্য দেখে নীলা রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়ে গেল।
মারুফ,
সাক্ষী রেখে কোন খুন -খারাফিে তে গেল না।
সোহেলকে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দিল।
মারুফ নীলাকে নিজের আস্তানায় নিয়ে গেল, এবং জ্ঞান ফিরিয়ে
আনলো।
কয়েকমাস পরের ঘটনা;
একটি পার্কের বেঞ্চে নীলা ও মারুফ বসে আছে। ঘটনাচক্রে তাদের মধ্যে প্রেম হয়ে গেছে।
মারুফ বিয়ের প্রস্তাব দিল।
ঐ সময় নীলা বলে উঠলো, আমাকে বাদাম খাওয়াতে হবে।
একটি হতভম্ব হয়ে মারুফ বলল,
আমার কাছে লাখ লাখ টাকা আর তুমি শুধু বাদাম খেতে চাচ্ছো?
নীলা বলে উঠলো,
মাত্র দুই টাকার বাদাম চাই,
কিন্তু একটা শর্ত আছে।
মারুফ বলল,
কি শর্ত বল?
নীলা বললো,
তোমার ছিনতাই করা,
মাস্তানি করা অসৎ টাকা চলবে না,
সৎ ভাবে উপার্জন করা ,
হালাল টাকা দিয়ে
দুই টাকার
বাদাম কিনে আনো।
হতবিহ্বল মারুফের আক্কেল গুড়ুম হয়ে গেল।
তার কাছে তো সেইরকম হালাল,
দুটি টাকাও নেই!
রচনাকাল ;সন্ধ্যা সাতটা
২৩-০৭-২০২২