শুধু একটি গল্প (প্রথম পর্ব)

0

রেস্টুরেন্টটা ঠিক বুড়িগঙ্গা নদী ঘেষে,মেরি এন্ডারসন। ১৯৮০ সালের কথা, তখন রেস্টুরেন্টটি সর্বদাই জমজমাট। আজকে বিশেষ একটা কারণে মারুফ,
নীলার ছোট বোন শাহানার সাথে এই রেস্টুরেন্টে আসতে বাধ্য হয়েছে। মারুফ লক্ষ করেছে বেশ কয়েকমাস যাবত শাহনা তার সাথে একটু অন্য রকম আচরণ করছে, চোখের চাহনিতে যেন কিছু একটা বলতে চায়। মারুফ তার স্ত্রী, নীলাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাই শাহানাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছে, খোলাখুলি কথা বলার জন্য, শাহানার মনের কথা জানার জন্য।সন্ধ্যায় নদীর পাড়ে ঝিরঝির বাতাস, যারা দুজন নদীর পাড় ঘেঁষা একটি টেবিলে বসে কথা বলছে। হঠাৎ শাহনা তার দুলাভাইয়ের হাত দুটো চেপে ধরল, আবেগ তাড়িত কন্ঠে বলে উঠলো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না!
মারুফ একথা শুনে হতভম্ব হয়ে গেল, বলে উঠলো, শাহানা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি তোমার আপন বড় বোনের স্বামী, তুমি এগুলো কি বলছ! শাহানা আবেগতাড়িত কন্ঠে বলল, আমি কোন কিছুই বুঝতে চাইনা,
আমি তোমাকে চাই।এবার মারুফ বলে উঠলো, তোমার বোন নীলাকে আমি প্রানের চেয়ে বেশি ভালোবাসি, তুমি আমার কাছে কিছু আশা করোনা। আমি তোমাকে কিছুই দিতে পারব না। এবার শাহানা ক্রোধে ফুঁসে উঠলো, হঠাৎ একটা কাণ্ড ঘটিয়ে বসলো। সে চিৎকার করে বলে উঠলো, এই লোকটা আমার গায়ে হাত দিয়েছে, আমাকে নোংরা কথা বলছে। আশেপাশের লোকজন কথাটা শুনে এগিয়ে আসলো, ধস্তাধস্তি শুরু হলো। একপর্যায়ে উত্তেজিত লোক গুলো মারুফকে নদীতে ঠেলে ফেলে দিল।
—চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *