ঈদ
ঈদের সুন্দর নরম সকাল
ছুটি মসজিদ পানে,
চারিদিকে পদধ্বনি,
দলে দলে নামাজিদের আগমন,
জায়নামাজ বিছিয়ে অপেক্ষায়,
ধনী-গরীব সকলের মিলন-মেলা।
আতরের খুসবো,
মৌ মৌ গন্ধ
বাহারের টুপিতে
ছোটাছুটিতে শিশুদের খেলা।
কানায় কানায় ভর্তি মসজিদ
মৃদু গুঞ্জনে মুখরিত
নামাজের শেষে খুতবা
সেটার মর্তবা অনেক বটে।
রচনাকাল ;সকাল সাতটা,
১০-০৭-২০২২