ঈদুল আযহা
কবির কবিতায় অবহেলিত
ঈদুল আযহা, ,
কুরবানীর সাথে তাকওয়া,
বছরে মাত্র একটি বার,
গরিবের মাংস ভক্ষণ,
কবিতায় নাই এর লেখন।
শুনি ঈদুল ফিতরের গান,
রমজানের শেষে এলো,
এলো খুশির ঈদ,
এই রমজানের শেষে,
এলো খুশির ঈদ।
ঈদুল আযহার,
নাই কোন গান,
নাই কলতান
নিরবে চলে মাংস ভক্ষণ,
কিছু বিলিবন্টন।
নাই সালামের ঘনঘটা,
টাকাপয়সার নাজরানা,
সেমাই এবার অবহেলিত,
টিকিয়া কোপ্তা,
বাহারের মংলাই রান্না।